জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতি নতুন কমিটি গঠন করা হয়েছে। মো. আনোয়ার হোসেন আনুকে সভাপতি এবং ওয়াসিম ভূইয়াকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) বিকালে জাতীয় ক্রীড়া পরিষদের ৬ষ্ঠ তলার পুষ্পাদম রেস্টুরেন্টে জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজনে নির্বাহী কমিটি গঠনকল্পে মো. রেজাউল করিম বাবুর সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির গত ফ্যাসিস্ট সরকারের সময়ে গঠিত কমিটি বাতিল করে মো. আনোয়ার হোসেন আনুকে সভাপতি করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি সভায় সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। ক্রীড়াঙ্গণের উন্নতমানের ক্রীড়া স্থাপণা নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি অগ্রনী ভূমিকা পালন করবে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন কমিটির সহ-সভাপতি: মিজানুর রহমান সোহেল, মো. রেজাউল করিম বাবু, নাসির উদ্দিন এবং জামিলুর রহমান নয়ন। সহ-সাধারণ সম্পাদক: মোহাম্মদ আবদুস সালাম খান, মো. শফিকুল ইসলাম। যুগ্ম সম্পাদক সাব্বির আহমেদ, আক্তার হোসেন রিপন, নজরুল ইসলাম জুয়েল এবং আসিফ ওমর ফারুক।
সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম কলিম, প্রচার সম্পাদক মো. ইলিয়াছ আহমেদ, ক্রীড়া সম্পাদক মেরাজ খান, সদস্য রাকিবুল হক সরকার, খন্দকার সেলিম আহমেদ, জাহেদুল হক, আশরাফ উদ্দিন রুবেল, গাজী শাহীন এবং আনিসুর রহমান বাদল।
জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির প্রচার সম্পাদক মো. ইলিয়াছ আহমেদ।
কেকে/এজে