ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগে অনুষ্ঠিত হয়েছে কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব।
বুধবার (১১ ডিসেম্বর) আয়োজিত এই উৎসবে মঞ্চস্থ হয় ১৮টি নাটক। এর মধ্যে নাট্যকার সাদমান সৌমিক সিয়াম রচিত নাটক ‘শিঞ্জন’ দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করে।
‘শিঞ্জন’ নাটকে দেশভাগ, দেশভাগের দাঙ্গা, আন্দোলনকে কেন্দ্র করে সাজানো হয়েছে নাটকের মধ্যকার বিভিন্ন প্লট।।
এছাড়া সমাজের নিচু বাইজি শ্রেণির জীবন ও দেশভাগের পূর্বের অসহায়ত্ব, ত্যাগ, বিপ্লব এবং সাহসের চিত্র তুলে ধরেছেন নাট্যকার।
নাটকের কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আমিরজান, রাজলক্ষ্মী ও বিনোদ বিহারী আজাদ। এসব চরিত্রে অভিনয় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সানজানা হোসেন তনিমা, ফারিহা তাসনিম হৃদি, সাদমান সৌমিক সিয়াম। নাটকের নির্দেশনা দিয়েছেন বিভাগীয় অন্যান্য শিক্ষার্থীরা।
কেকে/এএম