গঙ্গাচড়ায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৩০ ডিসেম্বর) বিকেলে উপজেলার বড়বিল ইউনিয়নের মনিরাম এলাকায় প্রায় ৩’শ শীতার্ত মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
জামায়াতের উপজেলা আমীর মাওঃ নায়েবুজ্জামানের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর অধ্যাপক তাজ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারী মাওঃ আব্দুল হালিম, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুর রাজ্জাক, বড়বিল ইউনিয়ন আমীর মোঃ সোহাগ রহমান, আলমবিদিতর ইউনিয়ন আমীর মাওঃ সামিউল ইসলাম, বেতগাড়ী ইউনিয়ন সেক্রেটারী মোঃ মুনঈমুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এর আগে প্রথম ধাপে গঙ্গাচড়া হাইস্কুলে ২’শ, ২য় ধাপে বিনবিনা চর উচ্চ বিদ্যালয়ে ৪’শ জনের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করে উপজেলা জামায়াত।
কেকে/এইচএস