শরীয়তপুর ১০০ শয্যা বিশিষ্ট্য সদর হাসপাতালে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত হাসপাতালের খাবার, ওষুধ, টিকেট নিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালের রন্ধনশালা, ফার্মেসি, বিভিন্ন ওয়ার্ড এবং স্টোরে অভিযান চালিয়ে অনিয়ম পেয়েছে দুদক।
অভিযানের সময় দেখা যায়, হাসপাতালের রোগীরা নিম্নমানের খাবার এবং পরিমাণে কম পায়। নিয়মিত রোগীদের ১৫০ গ্রাম মুরগীর মাংস সরবরাহ করার কথা থাকলেও পাওয়া যায় মাত্র এক টুকরো ৩০ গ্রাম। হাসপাতালের ফার্মেসিতে ওষুধেও অনিয়ম পায় দুদক। এছাড়া টিকেট কাউন্টারে প্রতি টিকেট ৫ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হচ্ছে ১০ টাকা করে।
মাদারীপুর সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সাইদুর রহমান অপু জানায়, দুদকের ১০৬ টোল ফ্রি কলের মাধ্যমে শরীয়তপুর ১০০ শয্যা সদর হাসপাতালের বিভিন্ন অনিয়ম সম্পর্কে আমরা জানতে পারি। বিভিন্ন অনিয়মের অভিযোগের ভিত্তিতে রোগীর ছদ্মবেশে হাসপাতালে প্রবেশ করি মাদারীপুর সমন্বিত কার্যালয়ের দুদক টিম। হাসপাতালের বিভিন্ন ইউনিট পরিদর্শন শেষে দেখতে পাই, হাসপাতালের টিকেট কাউন্টারে বহির্বিভাগে ৫ টাকার পরিবর্তে ১০ টাকা নেওয়ার প্রমাণ পাই। ওষুধ বিতরণে অনিয়ম পেয়েছি।
এছাড়াও প্রত্যেক রোগীকে ১৫০ গ্রাম মাংস দেওয়ার কথা থাকলেও ৩০ গ্রাম করে মাংস দিচ্ছিল ঠিকাদারি প্রতিষ্ঠান। পরে তদন্ত শেষ করে নানা অনিয়মের বিষয়টি সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে তুলে ধরি এবং তাকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
শরীয়তপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান বলেন, সদর হাসপাতালে চার সদস্যর একটি দুদক টিম অভিযান পরিচালনা করেছে। কিছু অনিয়ম পেয়ে আমাকে অবহিত করেছে। অনিয়মের বিষয়ে আমি আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো।
কেকে/এএম