শেরপুরে সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসচালক মো. সুমনকে (৩৪) গ্রেফতার করেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ভোরে র্যাব-১৪, জামালপুর ও র্যাব-১, উত্তরার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে রাজধানী ঢাকার উত্তরা পূর্ব থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে এ ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখিয়ে বাস চালক সুমনকে শেরপুরের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করে। সুমন জামালপুরের ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের মো. আব্দুল মোতালেবের ছেলে।
র্যাব-১৪, জামালপুরের কোম্পানী কমান্ডার মেজর আব্দুর রাজ্জাক বাসচালক সুমনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ ডিসেম্বর রোববার শেরপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ ছয়জন নিহত হন। শেরপুর সদর উপজেলার ভাতশালা জোড়া পাম্প এলাকায় শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত অটোরিকশা চালক লোকমান হোসেনের ছেলে মো. জিহাদ মিয়া বাদী হয়ে গত রোববার সড়ক পরিবহন আইনে সদর থানায় মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে র্যাবের সদস্যরা অভিযান চালিয়ে বাসচালক মো. সুমনকে গ্রেফতার করেন।
কেকে/এএম