শেখ হাসিনা যখন বুঝতে পেরেছে আর বেশিদিন ক্ষমতা নেই; তখন মাওলানা সাঈদীকে সুস্থ অবস্থায় জেল থেকে হাসপাতালে এনে ইনজেকশন দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা সেক্রেটারী মাওলানা বোরহান উদ্দিন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের কাচারী বাজারে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাওলানা বোরহান উদ্দিন বলেন, হাসিনা জামায়াতকে টার্গেট করেছে। কারণ হাসিনা বুঝতে পেরেছে জামায়াত এই দেশে কাজ করলে হাসিনার দেশ বিরোধী কাজ এদেশে টিকবে না। ভারত ও শেখ হাসিনার পরিকল্পনায় জামায়াত নেতাদের হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ফ্যাসিস্টদের বিরুদ্ধে কিছু করতে গেলে কারও কারও মায়াকান্না হয়। এই দেশকে নতুন ভাবে তৈরি করতে পরীক্ষিত দেশ প্রেমিকদেরকে ক্ষমতায় বসাতে হবে। পরীক্ষিত সেই দেশ প্রেমিক হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর পাঁচগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা মো. আব্দুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের নোয়াখালী জেলা সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসান, পৌরসভা আমীর মাওলানা আক্তার হোসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা ওমর ফারুক, উপজেলা জামায়াতের সেক্রেটারী নূর হোসাইন রিয়াজ, চাটখিল পৌরসভার নায়েবে আমির মাওলানা রাকিব উদ্দিন, উপজেলা সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির সুমন, উপজেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য গোলাম কিবরিয়া, শুরা ও কর্মপরিষদ সদস্য তাওহিদুল ইসলাম প্রমুখ।
চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত এই কর্মী সম্মেলন অনুষ্ঠানে ইউনিয়নের শতশত নেতা-কর্মীর উপস্থিতিতে ইউনিয়ন জামায়াত ও সহযোগী সংগঠনের নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়।
কেকে/এএম