পাবনার ভাঙ্গুড়ায় শিয়ালের কামড়ে এক মহিলাসহ তিনজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে আটটায় পৌর শহরের কুমড়াডাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতরা হলেন, রেনু খাতুন (৬০), শাজাহান আলী (৫০) ও জব্বার আলী (৪০)। আহত দুইজন সারুটিয়া ও একজন কুমড়াডাঙ্গা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
জানা গেছে, ঘটনার দিন সকালে বৃদ্ধা রেনু খাতুন সারুটিয়া থেকে বিলের রাস্তা দিয়ে কুমড়াডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে শিয়াল এসে পায়ে কামড় দেয়। এরপর একই রাস্তা দিয়ে কৃষক শাজাহান আলী ও শ্রমিক জব্বার আলী বাজার যাওয়ার সময় ওই শিয়াল তাদেরকেও কামড়ে আহত করে।
এ ঘটনার পর স্থানীয় জনতা ঐক্যবদ্ধ হয়ে ধাওয়া করে ওই শিয়ালকে পিটিয়ে মেরে ফেলে।
আহত বৃদ্ধা রেনু খাতুনের ছেলে কাওসার আলী বলেন, শিয়ালের কামড়ে তার মায়ের পায়ের পেছনের মাংস তুলে ফেলেছে। সরকারি হাসপাতালে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন না থাকায় বাহিরের দোকান থেকে কিনে দেওয়া দিতে হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানম লিমা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরকারিভাবে জলাতঙ্ক রোগের কোন ভ্যাকসিনের সরবরাহ নেই। সে কারণে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন বাহির থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।
কেকে/এএম