শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      ক্রীড়াঙ্গনকেও দলীয়করণ করেছিল আ. লীগ: মির্জা ফখরুল      
গ্রামবাংলা
‘সত্য ও শোষিতের পক্ষে’ স্লোগানে গাজীপুর সাংবাদিক পরিষদের আত্মপ্রকাশ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৮ পিএম  (ভিজিটর : ২২৭)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘গাজীপুর সাংবাদিক পরিষদ’ নামের একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে প্রয়াত সাংবাদিক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের রোকনুজ্জামান খান দাদাভাই মিলনায়তনে গাজীপুর কেন্দ্রিক ভিন্নধর্মী চিন্তা-ধারার সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সত্য ও শোষিতের পক্ষে’ শুধু স্লোগানেই সীমাবদ্ধ থাকবে না। এটি হবে বহুমাত্রিক চিন্তা ও কর্মের কন্ঠস্বর। নিবেদিত থাকবে দেশ, বিপন্ন মানুষ ও মানবতার জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রধান উপদেষ্টা কবি, লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন । তার বক্তব্যে তিনি গাজীপুরে এতো সংগঠন থাকা সত্ত্বেও এই সংগঠনটির প্রয়োজনীয়তা ব্যাখা করেন।

জনপ্রিয় শিক্ষক ও সাংবাদিক মিঠুন সিদ্দিকীর সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি, প্রাবন্ধিক ও ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক অসীম বিভাকর। তিনি গণমাধ্যমের ভূমিকায় দেশের আমূল পরিবর্তনের কথা বলতে গিয়ে উদাহরণ হিসেবে চারণ সাংবাদিক মোনাজাত উদ্দিনসহ দেশ বরেণ্য সাংবাদিকদের প্রসঙ্গ টানেন। সবশেষে প্রয়াত সাংবাদিক ও প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকীকে স্মরণ করার সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

বিশেষ আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন কবি, প্রাবন্ধিক ও পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক আহাম্মাদুল কবীর খোকন, কলাম লেখক ও সাংবাদিক সাঈদ চৌধুরী।

প্রধান উপদেষ্টা ছাড়াও আরও দু’জন স্থায়ী উপদেষ্টা গঠনমূলক আলোচনা করেন। তারা হলেন- সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার সম্পাদক রুবেল সরকার ও সাংবাদিক মো. কামরুল ইসলাম।

আত্মপ্রকাশ অনুষ্ঠানের ২য় পর্বে আগামী ২০২৫-২০২৬ সনের জন্য দায়িত্বশীলদের নাম ঘোষণা করেন প্রধান উপদেষ্টা শাহান সাহাবুদ্দিন (দৈনিক ভোরের কাগজ)। এ সময় তিনি বলেন, কমিটিতে তরুণদের প্রাধান্য দেয়া হয়েছে।

দৈনিক দেশ বর্তমান পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি মো. মোজাহিদকে সভাপতি ও সাপ্তাহিক ঘটনার আড়ালে পত্রিকার নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান সবুজকে সাধারণ সম্পাদক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র সহসভাপতি প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি আশরাফুল ইসলাম, সহসভাপতি সাইফুল ইসলাম, সহসভাপতি মো. মনিরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম সরকার, সহ সাধারণ সম্পাদক মো. জিহাদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর ইসলাম, দফতর সম্পাদক এস এম জহিরুল ইসলাম, সহ-দফতর সম্পাদক শরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ শওকত হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আল-সাদি, আইন সম্পাদক সাইফুল ইসলাম শুভ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক প্রতাপ চন্দ্র বর্মণ, ধর্ম সম্পাদক মনজুর আলম ও তথ্য ও প্রযুক্তি সম্পাদক মেহেদী হাসান মিঠুন।

কার্যকরী পরিষদের নির্বাহী সদস্যরা হলেন- সময়ের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার সাঈদ চৌধুরী, নিত্যবেলা ডটকমের স্টাফ রিপোর্টার মিঠুন সিদ্দিকী, এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুবায়ের প্রধান, সাংবাদিক অমিতাভ হালদার, শরীফুল ইসলাম (News24 মাল্টিমিডিয়া), দেলোয়ার শিকদার, মো.সাদ্দাম হোসেন (দৈনিক বর্তমান), জাহিদুল ইসলাম খান, সাইদুল ইসলাম রানা, ইকবাল হোসেন ও মো. মনিরুজ্জামান (আনন্দ টিভি) ও মোবারক হোসেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

দশমিনায় অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহের উদ্ধোধন
পেছালো কাভিশের কনসার্ট
ব্রণ কমাতে সহজ ঘরোয়া মাস্ক তৈরির পদ্ধতি
অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক
ইউএনও’র বিরুদ্ধে মানবন্ধনের দাওয়াতি লিফলেট বিতরণ

সর্বাধিক পঠিত

নিপুণকে সিলেট বিমানবন্দর থেকে ফিরিয়ে দিল পুলিশ
জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
অভিনেত্রী নিপুণকে সিলেট বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ
তীব্র শীতে কাপছে চুয়াডাঙ্গা, সর্বনিম্ন ৮.৫ ডিগ্রি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝