নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্রসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি শটগান এবং ১৫ রাউন্ড এ্যামোনিশান উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সোনাইমুড়ী উপজেলার নদোনা ইউনিয়নের শাকতলা বাজার এলাকার সাইমুন(২০), তুহিন(২০) এবং রায়হান(২০)। তারা তিন বন্ধু।
জানা যায়, গত ৫ আগস্ট সোনাইমুড়ী থানায় লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গ্রেফতারকৃতরা সেদিন থানা থেকে এসব আগ্নেয়াস্ত্র লুট করে। সোমবার রাত ২টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ক্যাপ্টেন অর্ণবের নেতৃত্বে একটি টিম নদোনা ইউনিয়নে অভিযান পরিচালনা করে তিন বন্ধুকে গ্রেফতার ও লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধার করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম বলেন, গত ৫ আগস্ট নোয়াখালীর সোনাইমুড়ী থানায় দুর্বৃত্তকারীরা হামলা চালিয়ে পুরো থানা পুড়িয়ে দেয়। তখন থানা থেকে বিভিন্ন অস্ত্রশস্ত্র লুটপাট করে নিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অধিকাংশ অস্ত্র ও গোলাবারুদ খুঁজে পাওয়া গেলেও এখনো কিছু কিছু পাওয়া যায়নি। সাইমুনের বাসায় পাওয়া এই অস্ত্র এবং গোলাবারুদ সেই ৫ আগস্টে লুট করা থানার অস্ত্র।
নোয়াখালী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে সবকিছু স্বীকার করেছে। আগ্নেয়াস্ত্রসহ তাদের সোনাইমুড়ী থানায় দেওয়া হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
কেকে/এজে