শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫,
২৭ পৌষ ১৪৩১
বাংলা English

শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫
শিরোনাম: পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম      শমী কায়সারের ব্যাংকের সবধরনের হিসাব তলব      যানজটের কারণে জনগণের কাছে বিএনপির দুঃখ প্রকাশ      লেবাননের নতুন প্রেসিডেন্ট জোসেফ আউন      ডিএমপির ১২ ডিসিকে বদলি      ভারতীয় জেলেদের সাথে দুর্ব্যবহারের তথ্য ভিত্তিহীন এবং বানোয়াট: পররাষ্ট্র মন্ত্রণালয়      অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব জাতীয় নির্বাচন: সাইফুল হক      
গ্রামবাংলা
যুব নেতৃত্বের চর সম্মেলনে চর উন্নয়নে ঘোষণাপত্র প্রকাশ
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ১০:১৩ পিএম  (ভিজিটর : ১৬৯)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘যুব নেতৃত্বের চর সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। এতে চরের যুব নেতৃত্বের বিকাশ এবং বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঘোষণাপত্র প্রকাশ করা হয়। সম্মেলনে চরের যুবরা তাদের সমস্যা, সম্ভাবনা এবং সমাজে পরিবর্তন আনার জন্য কার্যকরী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) ইয়ুথনেট গ্লোবাল, গণ উন্নয়ন কেন্দ্র এবং কনসার্ন ওয়াল্ডওয়াইড বাংলাদেশের যৌথ আয়োজনে দিনব্যাপী ‘যুব নেতৃত্বের চর সম্মেলন’ অনুষ্ঠিত হয়।

উপজেলার কাপাসিয়া ইউনিয়নের সেসিপ উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলনে চরের যুব নেতৃত্ব গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সেইসাথে চরের বর্তমান চ্যালেঞ্জ ও সম্ভাবনার উপর গুরুত্ব দেওয়া হয়।

চর সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন।

গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্পের ব্যবস্থাপক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লষ্কর, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমি কায়ছার, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী খোকন রানা, গণমাধ্যমকর্মী শাহজাহান মিঞা, মোশাররফ হোসেন বুলু।

ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের রংপুর বিভাগীয় সমন্বয়কারী মো. মারুফ মিয়ার সঞ্চালনায় বিভিন্ন ইয়ুথ গ্রুপ ও ক্রাগ কমিটির পক্ষে প্যানেল আলোচনায় অংশ নেন- শেখ আবিদা সুলতানা, জাহাঙ্গীর আলম, ফয়জার রহমান, জিহাদ হাসান, রাবেয়া খাতুন, লাবনী রায়, জিয়াসমিন আক্তার, রাজা মিয়া প্রমুখ। চর উন্নয়নের ঘোষণাপত্র পাঠ করেন ইয়ুথ সদস্য রাইয়ান রিফাত।

এতে সুন্দরগঞ্জ উপজেলা ও লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপ ও ক্রাগ কমিটির সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় ফ্লাড রেজিলিয়েন্সের ফিল্ড অফিসার ডলি সুলতানা, রবিউল হাসানসহ যুব সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে উপস্থিত যুবরা চরাঞ্চলের বাস্তব চিত্র তুলে ধরে নদী ভাঙন, বন্যা, কৃষি উৎপাদনে সমস্যা, এবং সীমিত শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেন। তারা বলেন, এসব সমস্যার কারণে চরবাসীর জীবিকা এবং আর্থসামাজিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে।

যুবকরা সম্মেলনে সঠিক নেতৃত্ব বিকাশের গুরুত্ব তুলে ধরে প্রস্তাব করেন উন্নত শিক্ষা ব্যবস্থা, পেশাগত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন কর্মসূচীর মাধ্যমে তাদের সক্ষমতা বাড়াতে হবে। পাশাপাশি, তারা উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণের মাধ্যমে চরের কৃষি, যোগাযোগ এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় টেকসই উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। যুবদের এই প্রস্তাবনায় চরের সমস্যা সমাধান এবং সম্ভাবনাগুলো কাজে লাগানোর একটি শক্তিশালী দিক নির্দেশনা উঠে আসে।

যুব সম্মেলনে অতিথিরা বলেন, ‘চরের যুবকরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে তাদের নেতৃত্বের বিকাশ জরুরি। শিক্ষা, দক্ষতা এবং উদ্যোক্তা মনোভাব উন্নত করতে হবে। যুবকদের মধ্যে সচেতনতা তৈরি করে তাদের শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত করা সম্ভব।’

তারা আরও উল্লেখ করেন, ‘চরের সমস্যাগুলো স্পষ্টভাবে চিহ্নিত হয়েছে। এসব সমস্যার সমাধানে যুব নেতৃত্বকে অগ্রণী ভূমিকা নিতে হবে। আধুনিক কৃষি প্রযুক্তি, মানসম্পন্ন শিক্ষা, প্রশিক্ষণ এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে চরের উন্নয়ন সম্ভব। যুবকদের একটি শক্তিশালী প্ল্যাটফর্মে একত্রিত করে তাদের নেতৃত্ব দক্ষতা বৃদ্ধি করতে হবে।’

অতিথিরা যুবকদের সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা এবং কৃষি ও প্রাকৃতিক সম্পদের টেকসই ব্যবস্থাপনায় নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য উদ্বুদ্ধ করেন।

কেকে/এজে
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই’
সোনারগাঁয়ে বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার
বাংলাদেশী কৃষকের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ
বেরোবিতে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ৪
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম

সর্বাধিক পঠিত

বিমানবন্দরে নিরাপত্তাকর্মীদের মারধর, রক্তাক্ত সেই প্রবাসীকে জরিমানা
গঙ্গাচড়ায় বাংলাদেশ স্কাউটসের ত্রৈ-বার্ষিক কাউন্সিল সভা অনুষ্ঠিত
লামায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা গ্রেফতার
পালিয়েছে গ্রেফতারকৃত সাবেক ওসি শাহ আলম
বিদ্যুৎ না থাকলেও মিটারে বেশি বিল আসার কারণ জানাল বিএন্ডটি

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝