আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ গাজীপুরের কালিয়াকৈরে ৩ দিনব্যাপী জামিয়া ইসলামিয়া মদিনাতুল উলূম তাফসীরুল কুরআন মাহফিল। সোমবার রাতে উপজেলার পূর্ব চান্দরা মাদ্রাসার খেলার মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সভাপতিত্ব করেন -হাফেজ মাওলানা গাজী আল মাহমুদ। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন -জামিয়া ইসলামিয়া মদিনাতুল উমূল মাদরাসার সভাপতি ও পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাইজুদ্দিন আহমাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী স্যায়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌরসভার মেয়র মজিবুর রহমান, গাজীপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইসরাক আহমেদ সিদ্দিকী সাবেক পৌরসভার কাউন্সিলর সারোয়ার হোসেন আকুল, গাজীপুর জেলা যুবদলের সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম।
আখেরি বয়ান ও মোনাজাত করেন রাসূল (সা.) -এর ৪২তম বংশধর আওলাদে রাসূল আল্লামা সাইয়্যেদ নাসির বিল্লাহ্ আল মাক্কী ।
অন্যান্যদের মধ্যে ওয়াজ করেন আওলাদে রাসূল সাইয়্যেদ ইয়াকুব আল মাদানী, আল্লামা হাবিবুর রহমান খায়রাবাদী (ভারত) , শায়েখ মুহাম্মাদুল্লাহ বিন হাফিজ (কাতার), শায়েখ হাফিজ হাবিবুল্লাহ আরমানী (পাকিস্তান)।
এছাড়াও মাহফিলে দেশের বিশিষ্ট ওলামায়ে কেরাম তাফসীরুল কুরআনের বয়ান করেন।