নীলফামারী কিশোরগঞ্জে গাড়াগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা জোনাব আলীর স্থলে দায়িত্ব পেলেন ১নং প্যানেল চেয়ারম্যান বাহাদুর রহমান।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে তাকে ফুল দিয়ে বরন করে নিলেন ইউপি সদস্যসহ গ্রাম্য পুলিশ ও ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
২৯ ডিসেম্বর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে এটি নিশ্চিত করেন।
অফিস আদেশের মাধ্যমে জানা যায়, জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্ন বর্ণিত ইউনিয়ন পরিষদের জন্য বর্ণিত প্যানেল চেয়ারম্যান কে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্তে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়েছে।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৩, ১০১ ও ১০২ এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২৭/১০/২০২৪ খ্রি. তারিখের ৪৬.০০.০০০০.০০০.০১৭.৯৯.০০৪৪.২২.৬৮৪ নং স্মারকে জারিকৃত পরিপত্র মোতাবেক কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন পরিষদের জনসভা ও প্রাসনিক কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্তী ইউনিয়ন পরিষদের জন্য পার্শ্ব বর্ণিত প্যানেল চেয়ারম্যান কে ইউনিয়ন পরিষদ পরিচালনার নিমিত্ত আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।
প্যানেল চেয়ারম্যান বাহাদুর রহমানকে দায়িত্ব দেওয়ায় এলাকাবাসীদের মধ্যে আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করা হয়।
কেকে/এমএস