‘আয় রে নূতন আয়, সঙ্গে করে নিয়ে আয়/ তোর সুখ তোর হাসি গান’- কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এভাবেই সুখ-হাসির প্রত্যাশা নিয়ে নতুনকে স্বাগত জানিয়েছেন। কবির মতো করেই বাংলদেশসহ সারাবিশ্বের মানুষই কোনো কিছু নতুনকে বিশেষ করে নতুন বছরকে বরণ করে নেয় বুকভরা আশা আর চোখভরা স্বপ্ন নিয়ে।
নতুন আশা-প্রত্যাশা নিয়ে শুরু হয়েছে ২০২৫ সাল। বিগত বছরের সব দুঃখ-দুর্দশাকে পেছনে ফেলে এগিয়ে যাবে এই প্রত্যাশা সবার। তবে বিগত অন্যান্য বছরের তুলনায় ২০২৪ সাল অনেক স্মৃতিবিজরিত ঘটনার জন্ম দিয়েছে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে বাংলাদেশে যেমন পতন হয়েছে ১৬ বছরের আওয়ামী শাসনের তেমনি আন্তর্জাতিক রাজনীতির পরিমণ্ডলেও এসেছে নতুনত্ব। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন কিংবা সিরিয়ার আসাদ পরিবারের টানা ৫৩ বছরের শাসনের অবসান ২০২৪ সালকে স্মৃতির পাতায় স্মরণীয় করে রাখবে।
এছাড়া নতুন বছরে শান্তিপ্রিয় মানুষের চাওয়া- বন্ধ হোক দুর্বলের ওপর সবলের অত্যাচার, বন্ধ হোক ফিলিস্তিনে নিরীহ-নিরপরাধ মানুষের ওপর গণহত্যা, বন্ধ হোক প্রাণঘাতী যুদ্ধ, জয় হোক বিশ্বমানবতার!
গেল বছরের হিসাবের খাতায় চোখ বুলালে দেখা যাবে, সেখানে জমা হয়ে আছে অনেক অতৃপ্তি, অনেক কষ্ট ও স্বজন হারানোর কান্না। কিন্তু তবুও বরাবরের মতো এবারও নতুন সূর্যালোকে অসীম আশা ও স্বপ্ন নিয়ে নতুন বছরের যে যাত্রা শুরু হলো তা সার্থক হোক। ফুটুক নবতর জীবনের ফুল।
সদ্য বিদায় নেওয়া বছরকে ভুলতে পারবে না বিশ্বের মানুষ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সঙ্গে ফিলিস্তিনের ওপর ইসরায়েলের অমানবিক আগ্রাসন। সারাবিশ্বই এ নিয়ে এখন নাজুক অবস্থানে। তাই নতুন বছরে বিশ্বের সব মানুষের এখন একটাই আশা- পৃথিবী থেকে দূর হোক হিংসা, হানাহানি, প্রাণঘাতী যুদ্ধ। পৃথিবীতে ছড়িয়ে যাক শান্তির সুবাতাস। তাই ২০২৪-কে বিদায় জানাতে ভারাক্রান্ত হয়নি কোনো মানুষের মন। বিশ্বের মানুষ নতুন বছর ২০২৫-কে স্বাগত জানিয়েছে নতুন আশায় বুক বেঁধে।
বিশ্বে সবার আগে নতুন বছর ২০২৫ সালকে স্বাগত জানাল প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ কিরিবাতি। নববর্ষ উদযাপনকারী প্রথম এই দেশটির বৃহত্তম ক্রিসমাস দ্বীপ সবার আগে নতুন বছরে পদার্পণ করেছে। এরপরই দ্বিতীয় দেশ হিসেবে নতুন বছরকে আতশবাজির ঝলকানিতে বরণ করে নিয়েছে ওশেনিয়া অঞ্চলের দেশ নিউজিল্যান্ড।
যদিও বিদায় মানেই আনন্দ-বেদনার মহাকাব্য। বিদায়ের দিনে চোখের দৃশ্যপটে একটি বছর যেন এক মুহূর্ত। আজ ভোরের সূর্য আগামীর নতুন পৃথিবী। গেল বছর ঘটে গেছে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানান ঘটনা। তবুও জীবন যাচ্ছে চলে জীবনের গতিতে। এগিয়ে যাচ্ছে মানুষ, নতুন আশায়, নতুন স্বপ্নের প্রত্যয়ে।
কেকে/এমএস