রবিবার, ৫ জানুয়ারি ২০২৫,
২২ পৌষ ১৪৩১
বাংলা English

রবিবার, ৫ জানুয়ারি ২০২৫
শিরোনাম: তারেক রহমানের ৪ মামলা বাতিলের রায় বহাল      মামলা প্রত্যাহারের আবদেন করেছেন আলোচিত মেজর জিয়া      ৭ মিনিটে ১৫৯ ভরি স্বর্ণ চুরি      শহিদ মিনারে হামলায় রক্তাক্ত গণঅধিকারের ফারুক      আগামী নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে: প্রধান উপদেষ্টা      শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি: পররাষ্ট্র উপদেষ্টা      আগামী পাঁচ দিনের মধ্যে গুড়ি গুড়ি বৃষ্টির আভাস      
শিক্ষা
উত্তরায় যাত্রা শুরু করল ‘স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ১:০২ এএম  (ভিজিটর : ৫৯)
স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির আয়োজনে দোয়া মাহফিল | ছবি: খোলা কাগজ

স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির আয়োজনে দোয়া মাহফিল | ছবি: খোলা কাগজ

কুরআন ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিশুদের আন্তর্জাতিকভাবে উপযুক্ত করে গড়ে তোলার প্রতিশ্রুতি নিয়ে রাজধানী উত্তরায় যাত্রা শুরু করলো ‘স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি’। প্রতিষ্ঠানটির উদ্বোধন উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার ৪নং সেক্টরের ৯ নম্বর রোডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি।

প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম মনি বলেন, ‘স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি দুনিয়া ও আখেরাতের চ্যালেঞ্জ মোকাবিলায় শিশুদের উপযুক্ত করে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে। এখানে কুরআন হিফযের পাশাপাশি ইংরেজি শিক্ষারও সুযোগ থাকবে; যা শিশুদের আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা দিতে সহায়ক হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার ইসলাম ধর্মকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। ভারতীয় স্বার্থে কাজ করে তারা দেশকে ক্ষতিগ্রস্ত করেছে। জনগণের জন্য রাজনীতি করতে হবে, ভয়ভীতি ছড়িয়ে নয়।’

বিশেষ অতিথি হিসেবে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মো. মোস্তফা জামান বলেন, ‘উত্তরায় এ ধরনের আরবি-ইংরেজি সমন্বিত শিক্ষাপ্রতিষ্ঠান চালু হওয়ায় আমরা আনন্দিত। এটি স্থানীয় মানুষের জন্য এক অনন্য শিক্ষার সুযোগ তৈরি করবে।’

আরেক বিশেষ অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন বলেন, ‘এ একাডেমির কার্যক্রমে আমরা সফলতার কামনা করছি। এসময় বিএনপির নেতাকর্মীদের জনগণের জন্য রাজনীতি করার পরামর্শ দেন তিনি।’

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আফাজ উদ্দিন আফাজের সঞ্চালনায় ও স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রনির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির সরকার ও রাজনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মিজানুর রহমান, দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল উদ্দিন তালুকদার, তুরাগ থানা বিএনপির আহবায়ক হারুনুর রহমান রুকন, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিরুল ইসলাম বাবলুসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন থানা-ওয়ার্ডের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে দোয়া পরিচালনা করেন —স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমির অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ সাইফুল্লাহ।

কেকে/এমএস
আরও সংবাদ   বিষয়:  উত্তরা   স্কলারস ইন্টারন্যাশনাল তাহফিজ একাডেমি  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

‘যে খেলোয়াড় যত পরিশ্রম করে সে ততো বেশি বিজয়ী’
কবর নিয়ে পোস্টের পরের দিনেই যুবকের মৃত্যু
আগুনে ক্ষতিগ্রস্ত সচিবালয়ের ৭ নম্বর ভবন খুলে দেওয়া হয়েছে
যমুনা রেলসেতুতে ৮০ কিলোমিটার গতিতে চললো ট্রেন
লন্ডনে ফ্ল্যাট উপহার: যা বললেন টিউলিপ

সর্বাধিক পঠিত

ভাঙ্গায় টিকটকের নামে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৬
শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে নবীনবরণ
শিক্ষক-কর্মচারীদের মারধরের মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
পারিবারিক দ্বন্দ্বের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে স্ত্রী
লামায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝