প্রথমবারের মতো ঢাকার মঞ্চে পারফর্ম করতে আসছে পাকিস্তানি ব্যান্ড কাভিশ। ‘নিন্দিয়া রে’সহ তাদের জনপ্রিয় গানগুলো দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে অন্যরকম মাত্রা দিয়েছে। তাদের মেলোডি ও সুরের সঙ্গে ঢাকার শান্ত পরিবেশ মিলিয়ে একটি অনন্য অভিজ্ঞতার সৃষ্টি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক প্রতিষ্ঠান ব্লু ব্রিক কমিউনিকেশনস।
আগামী ১০ ও ১১ জানুয়ারি রাজধানীর সেনাপ্রাঙ্গণে অনুষ্ঠিত হবে ‘ঢাকা ড্রিমস’ কনসার্ট। এতে পারফর্ম করবে ব্যান্ড কাভিশ।
১০ জানুয়ারি কনসার্টের উদ্বোধন হবে লেভেল ফাইভে এবং জনপ্রিয় ব্যান্ড শূন্য-এর পরিবেশনার মাধ্যমে। এরপর মঞ্চে আসবে কাভিশ, যারা তাদের আবেগপূর্ণ গানের মাধ্যমে রাত্রি শেষ করবে। ১১ জানুয়ারি, কনসার্টের দ্বিতীয় দিন। গ্র্যামি-মনোনীত বাংলাদেশের প্রথম সংগীতশিল্পী আরমীন মুসা, ঘাসফড়িং, কয়ার পরিবেশনার মাধ্যমে সূচনা হবে। এদিন বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে শায়ান চৌধুরী অর্ণব এবং ভারতের প্লেব্যাক সিঙ্গার সুনিধি চৌহানের যৌথ পরিবেশনা। দ্বিতীয় দিনের সমাপ্তি হবে কাভিশের আরেকটি মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে।
ব্লু ব্রিক কমিউনিকেশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক সামিন ইয়াসার প্রিয়ম বলেন, আমরা এমন একটি শ্রুতিমধুর, শান্ত ও সুরেলা কনসার্টের আয়োজন করছি; যা দর্শকদের হৃদয়ে দীর্ঘদিন স্থায়ী হবে। আমাদের বিশ্বাস, কাভিশ ছাড়াও দেশের গর্বিত ব্যান্ড ও শিল্পীদের অংশগ্রহণে এই কনসার্ট হবে আমাদের আয়োজন করা সবচেয়ে প্রিমিয়াম কনসার্ট।
‘টিকিট ভাই’ ওয়েবসাইট থেকে আগ্রহীরা টিকিট সংগ্রহ করতে পারবেন।
কেকে/এএম