জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যারা ক্ষমতায় থাকার জন্য নিজ দেশের জনগণের ওপর নির্মম অত্যাচার ও হত্যা চালিয়েছে, তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না। তারা ফ্যাসিস্ট স্বৈরাচার, আর তাদের রাজনীতি করার অধিকার থাকতে পারে না।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্রসমাজ কখনো দুঃশাসন ও দুর্নীতিকে পরোয়া করে না। এ কারণেই তারা দফায় দফায় আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। যারা দেশের সার্বভৌমত্ব পাশের দেশের হাতে তুলে দিয়েছিল, তাদের বিচার বাংলার মানুষ দেখতে চায়।
শিবিরের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সত্যের পথে থাকতে হবে। কোনো অন্যায়ের কাছে মাথানত করা যাবে না। শিক্ষার পরিবেশ ফেরাতে হবে। চাঁদাবাজি, দখলবাজি এবং সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তুলতে হবে।
সম্মেলনে জামায়াত নেতারা বিগত সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানের অধঃপতন, ক্যাম্পাসে চাঁদাবাজি এবং আধিপত্যবাদের তীব্র সমালোচনা করেন।
সম্মেলনে ছাত্রশিবিরের বিভিন্ন বন্ধুপ্রতিম ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং বিদেশি মেহমানরা উপস্থিত ছিলেন।
কেকে/এএম