২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১ জানুয়ারি) সকালে রাজধানীর পূর্বাচলে এই মেলার উদ্বোধন করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানান।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। এবারের মেলায় প্রথমবারের মতো ই-টিকিটিং এবং অনলাইনে স্টল বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।
মেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতিতে তৈরি করা হয়েছে ‘জুলাই চত্বর’ ও ‘ছত্রিশ চত্বর’। এছাড়া দেশের তরুণ সমাজকে রপ্তানি বাণিজ্যে উদ্বুদ্ধ করতে তৈরি করা হয়েছে ইয়ুথ প্যাভিলিয়ন।
এবারের মেলায় ৩৬১টি প্যাভিলিয়ন, স্টল, রেস্টুরেন্টে দেশি-বিদেশি ১১টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
মেলাটি মাসব্যাপী চলবে এবং প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মেলা রাত ১০টা পর্যন্ত চলবে।
কেকে/এএম