বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্য ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুবদল এ সমাবেশের আয়োজন করে।
বুধবার (১ জানুয়ারি) সকালে কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় কেন্দ্রীয় বিএনপি’র ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ষড়যন্ত মুক্ত হয়নি এবং গণতন্ত্র মুক্ত হয়নি। দেশের মানুষের উপর যখনই কোন ফ্যাসিবাদি শক্তি চেপে বসে তখনই মানুষকে মুক্ত করার জন্য বিএনপি রুখে দাড়ায়। রাষ্ট্র সংস্কারে তারেক রহমানের ৩১ দফ বাস্তবায়িত হলে রাষ্ট্রের সকল কাঠামো শক্তিশালী হবে, জনগন পাবে ন্যয় বিচার, দেশ হবে দুর্নীতি মুক্ত।’
উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. শাহিন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মো. জয়নাল আবেদীন।
সভায় বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন নিজাম মীরবহর, সাংগঠনিক সম্পাদক মো. আলিমুল ইসলাম আলিম মুন্সি, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. আহসানুল হক হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কিশোর মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ঝালকাঠি জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিচুর রহমান খান। এ সময় বক্তব্য রাখেন উপজেলার ছয় ইউনিয়নের যুবদলের সভাপতিবৃন্দ। এছাড়া অনুষ্ঠানে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কেকে/এমএস