নারায়ণগঞ্জের ফতুল্লায় থার্টি ফাস্ট নাইটে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে হৃদয় (২০) নামের এক যুবক নিহত হয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে ফতুল্লার কুতুবপুরের পাগলা বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় ফতুল্লার পাগলা বউ বাজার এলাকার হাবিব মিয়ার পুত্র। সংঘর্ষে
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছে। তারা হলেন- সানী (২৫), আপন (২২) ও রাব্বী (২৫)। তবে এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।
পুলিশ জানায়, নিহতের বন্ধু সাব্বিরের বরাত দিয়ে মঙ্গলবার রাত সোয়া বারোটার দিকে নিজেদের এলাকায় তারা কয়েকজন বন্ধু মিলে থার্টি ফাস্ট নাইট পালন করছিল। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার ৭/৮ জন যুবক এসে তাদেরকে মারধর শুরু করে। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তাদেরকে কুপিয়ে পালিয়ে যায়। পরে তাদেরকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হৃদয় মারা যায়।
এ বিষয়ে ফতুলা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, রাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। দোষীদের আইনের আওতায় আনা হবে বলে।
কেকে/এএম