শনিবার, ১১ জানুয়ারি ২০২৫,
২৮ পৌষ ১৪৩১
বাংলা English

শনিবার, ১১ জানুয়ারি ২০২৫
শিরোনাম: মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু      অন্তর্বর্তী সরকার জনগণের আস্থার মর্যাদা রাখতে পারছে না: সাইফুল হক      ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশা      থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড      টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার      দায়িত্ব ভাগাভাগি-সমতার মাধ্যমে উন্নত বিশ্ব গড়া সম্ভব: রিজওয়ানা হাসান      কেউই যেন বঞ্চিত না থাকেন সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি: আদিলুর      
গ্রামবাংলা
কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সনদপত্র বিতরণ
সুদীপ্ত শামীম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
প্রকাশ: বুধবার, ১ জানুয়ারি, ২০২৫, ২:২৯ পিএম  (ভিজিটর : ১১৩)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে ‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার অন হুইলস ফর আন্ডারপ্রিভিলেজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’ প্রকল্পের আওতায় দুই মাসব্যাপী কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ক প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে প্রশিক্ষণপ্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজির হোসেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্করের সভাপতিত্বে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন সুদীপ্ত শামীম, সুরাইয়া রোকসানা দীপা, আপন বাবু, হুমায়ুন কবির, আনিছুর রহমান, শাহীন সরকার প্রমুখ।

অনুভূতি ব্যক্ত করে প্রশিক্ষণপ্রাপ্তরা জানান, এই প্রশিক্ষণ তাদের জন্য জীবনের একটি মোড় ঘুরানোর সুযোগ এনে দিয়েছে। কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে অর্জিত জ্ঞান তাদের পেশাগত এবং ব্যক্তিগত জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। সহজেই আধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে পারবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রশিক্ষক দানেশ আলী বলেন, প্রশিক্ষণ শুরু থেকেই শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানো এবং তাদের দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্য ছিল। বাস্তবমুখী বিষয় শেখানোর মাধ্যমে শিক্ষার্থীরা দ্রুত নিজেদের উন্নত করেছে।

সুন্দরগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর বলেন, এই প্রশিক্ষণ শুধু প্রযুক্তিগত দক্ষতা অর্জনের সুযোগ নয়, এটি যুবকদের কর্মজীবনে সাফল্যের ভিত্তি গড়ে তুলছে। ডিজিটাল দক্ষতার মাধ্যমে তারা নতুন সম্ভাবনা সৃষ্টি ও আত্মনির্ভরশীল হতে পারবে। এ উদ্যোগ যুবসমাজের অগ্রগতি ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজির হোসেন বলেন, প্রযুক্তি শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। এই প্রশিক্ষণ কর্মসূচি সুন্দরগঞ্জের যুবসমাজকে ডিজিটাল দক্ষতায় সমৃদ্ধ করে তাদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে।

কেকে/এএম
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

মাইনাস টুর আশা পূরণ হবে না: আমীর খসরু
লোহাগাড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিলনমেলা
বাড়ন্ত শিশুর রিকেট কেন হয়
নালিতাবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বিরোধী অভিযান
শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্টের আসর

সর্বাধিক পঠিত

ক্যান্সারে পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন নুর আলম
শাবিপ্রবির চট্টগ্রাম ফোরামের সভাপতি ধ্রুব, সম্পাদক শান
কাউনিয়ায় নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়
দৈনিক খোলা কাগজে সংবাদ প্রকাশ, সড়কে বাতি লাগানো শুরু
থানা থেকে সাবেক ওসি পলায়ন, বর্তমান ওসি ক্লোজড

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝