পাকিস্তানের করাচি শহরে শিয়া সম্প্রদায়ের অবস্থান কর্মসূচিকে কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নিয়েছে।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় মজলিস-ই-ওয়াহাদাতুল মুসলিমীন (এমডব্লিউএম)-এর অবস্থান কর্মসূচি শুরু হলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম সামা টিভি।
শিয়া সম্প্রদায়ের এই দলটি করাচির শেরশাহ, মুরগি খানা, লাসবেলা, বালুচ কলোনি, কোরাঙ্গি ৫, কাইয়ুমাবাদ, ওরাঙ্গি, পুরাতন সবজি বাজার এবং বার্নস রোডসহ ১০টিরও বেশি স্থানে কর্মসূচি পালন করছে। একই সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত (এএসডব্লিউজে) দলটিও করাচির লাসবেলা, শারা-ই-ফয়সাল, কায়েদাবাদ, বালুচ কলোনি এবং তাইসার টাউনসহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি চালাচ্ছে।
কুররাম শহরে চলমান শিয়া-সুন্নি দাঙ্গার প্রতিবাদে করাচিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। মূল সড়ক অবরোধ করে নেতাকর্মীরা বিক্ষোভ করলে যান চলাচলে ব্যাঘাত ঘটে।
পুলিশ বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। ধাওয়া-পাল্টা ধাওয়া এবং টিয়ারশেল নিক্ষেপের মধ্য দিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নিরাপত্তা বাহিনী বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।
গত একমাস ধরে আফগানিস্তান সীমান্তবর্তী কুররাম অঞ্চলে শিয়া-সুন্নি দাঙ্গা চলছে। এর জের ধরেই করাচিতে অবস্থান কর্মসূচি এবং সংঘর্ষের ঘটনা ঘটছে।
এদিকে, করাচির সাধারণ মানুষ এই সহিংসতার ফলে চলাচল ও স্বাভাবিক জীবনযাত্রায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
কেকে/এএম