শরীয়তপুর সদর হাসপাতালে বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে ২১ স্বাস্থ্যকর্মী ৫ দিনের জন্য কর্মবিরতি ঘোষণা করেছে।
বুধবার (১ জানুয়ারি) বেলা ১২টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। এ সময় বকেয়া বেতন-ভাতা পরিশোধ করার জন্য ৫ দিনের কর্মবিরতি ঘোষণা দেওয়া হয়।
মানববন্ধনে অংশ নেওয়া স্বাস্থ্যকর্মীরা জানান, দীর্ঘ দিন বেতন-ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। ফলে দ্রুত সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন এসব স্বাস্থ্যকর্মীরা।
এছাড়া শীঘ্রই বকেয়া বেতন পরিশোধ করাসহ নিয়মিত বেতন-ভাতা প্রদান করা না হলে, এই পাঁচদিন কর্মসূচির পরে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
এ সময়ে নিরাপত্তা কর্মী এনামুল বলেন, বিগত ৬ মাসে কোনো ধরনের বেতন-ভাতা দেওয়া হচ্ছে না। এতে পরিবার নিয়ে ঋণ করে দৈনন্দিন ব্যয় চালাতে হচ্ছে।
তিনি আরও বলেন, আমরা পাঁচদিনের কর্মসূচি করছি। তাতে যদি না মেনে নেয়া হয় তাহলে কঠোর আন্দোলন করবো।
কেকে/এআর