কুমিল্লার দেবিদ্বারে সড়কের পাশে পরে থাকা একটি কাগজের বক্স থেকে একদিন বয়সী এক শিশুকন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ৷
বুধবার (০১ জানুয়ারি) সকালে দেবিদ্বার পৌর এলাকার বারেরা থেকে এ মরদেহ উদ্ধার হয়। শিশুটির পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেবিদ্বার-চান্দিনা সড়কের পাশে পরে থাকা একটি বক্সের দেখতে পায় স্থানীয়রা। এসময় কৌতূহল হয়ে বক্স খোলে লাশের দেখা মিলে। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক কামরুল হাসান বলেন, একদিন বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছি। পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
কেকে/এআর