খোলা কাগজ পত্রিকার সিনিয়র বার্তা সম্পাদক সাজেদ রোমেলের বাবা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী শামসুল হক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (১ জানুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।
এর আগে মিরপুর ১১ নং ইসলামী ব্যাংক হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন তিনি। বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় ২০০৭-২০০৯ তিনি ডেপুটি এটর্নি জেনারেল ছিলেন।
পরে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী হিসেবে কাজ করেছেন। তিনি প্রথমে ময়মনসিংহ জর্জ কোর্টে কর্মজীবন শুরু করেন। আশির দশকের শেষ দিকে তিনি হাইকোর্টে যোগ দেন। তার জন্ম ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বগাপুতা গ্রামে। সেখানেই তাকে দাফন করা হবে। মৃত্যুকালে ৩ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাকে নিজ গ্রামে দাফন করা হবে। সাজেদ রোমেলের বাবার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছে খোলা কাগজ পরিবার। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।