চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উৎসবমুখর পরিবেশে এবছর বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। সরকারী নির্দেশনায় আনুষ্ঠানিকতা না থাকায় আজ বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে নিজ নিজ উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস থেকে কোন কোন শ্রেণীর নতুন পাঠ্যপুস্তক চাহিদার তুলনায় কম সরবরাহ থাকায় পূর্ণ সেট পাওয়া যায়নি। তবুও উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলি নতুন বছরের প্রথম দিনে নতুন বই অনানুষ্ঠানিকভাবে বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) নাচোল খুরশেদ মোল্লা সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে বই বিতরনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সবুজ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা সলেহ আকরাম, মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দীন খান, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সহকারী শিক্ষিকা সাহানাজ বেগমসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কেকে/এআর