চট্টগ্রামে এস আলম গ্রুপের বন্ধ থাকা কারাখানাগুলো চালু হলেও কাঁচামাল সংকটে এসব কারখানার উৎপাদন বন্ধ রয়েছে বলে জানান এস আলম গ্রুপের জিএম (স্টিল) মশিউর রহমান।
বুধবার (০১ জানুয়ারি) এসব কারখানা খোলা হয়। এর আগে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় এস আলম গ্রুপের মানবসম্পদ ও প্রশাসন বিভাগের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে কারখানা খোলার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
বুধবার (০১ জানুয়ারি) সরেজমিনে এস আলম স্টিল মিলস এবং এস আলম কোল্ড রোল্ড স্টিলসে ঘুরে দেখা যায়, শ্রমিকরা এসে ফিঙ্গার দিয়ে চলে যাচ্ছে। অনেকেই কারখানার ভেতর অবস্থান করছেন। কারখানা খুললেও কোনো কার্যক্রম চলছে না বলে জানিয়েছেন শ্রমিকরা।
আব্দুর রহিম নামের এক অপারেটর জানান, "কারখানা খুলছে তবে উৎপাদন এখনো বন্ধ। আমরা ফিঙ্গার দিয়ে চলে যাচ্ছি। সরকার যদি আমাদের কোম্পানিকে সহযোগিতা না করে তাহলে উৎপাদন শুরু হওয়া সম্ভব না।
আবুল বশর নামের আরেক অপারেটর জানান, "অর্থনৈতিক চাকা সচল রাখতে শ্রমিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন কাচামালের কারখানা বন্ধকালে শ্রমিকরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাবে। তাই অর্থনৈতিক চাকা সচল রাখার স্বার্থে হলেও কোম্পানিকে ঋণপত্র (এলসি) খুলতে সরকারের সহযোগিতা করতে হবে।
এবিষয়ে এস আলম গ্রুপের জিএম (স্টিল) মশিউর রহমান বলেন, "আজ থেকে কারখানা খুললেও কাঁচামাল সংকটে কারখানার উৎপাদন শুরু হয়নি, উৎপাদন শুরু করার চেষ্টা চলছে।"
উল্লেখ্য, ২৪ ডিসেম্বর দুপুরে এস আলম গ্রুপের মানবসম্প ও প্রশাসনের প্রধান মোহাম্মদ বোরহান উদ্দিন সাক্ষরিত পৃথক খুই বিজ্ঞপ্তির মাধ্যম হঠাৎ ৯ কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়। এই ঘোষণায় তাৎক্ষণিকভাবে কারখানা শ্রমিকরা প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে এবং ১০ দফা দাবি জানান।
কেকে/এআর