বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা বের করেছে রংপুর জেলা ছাত্রদল।
বুধবার (১ জানুয়ারি) বিকেলে নগরীর রংপুর জিলা স্কুল মাঠ থেকে রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরীফ নেওয়াজ জোহার নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর কাচারি বাজার, সিটি বাজার, পায়রা চত্বর, জাহাজ কোম্পানী মোড়, গ্র্যান্ড হোটেল হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে আবারও গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ে এসে সমাবেশ মিলিত হয়। সেখানে জেলার আহবায়ক শরীফ নেওয়াজ জোহাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় রংপুর জেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহির আলম নয়ন, সদস্য সচিব আতিকুল ইসলাম লেলিন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুর রহমান মনু, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মনিরুজ্জামান হিজবুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবাযক মাহবুব হোসেন সুমন, রংপুর মহানগর মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, জিয়া মঞ্চ রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক রাজিব চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো: আকাশ, যুগ্ম আহবায়ক মিম, পীরগাছা উপজেলার আহবায়ক লোকমান হোসেন, মিঠাপুকুর উপজেলার সদস্য সচিব সামসুল আলম, বদরগঞ্জ উপজেলার সদস্য সচিব মইনুল ইসলাম রাব্বী, পৌর আহবায়ক মোনায়েম হোসেন, সদস্য সচিব গোপাল রায়, হারাগাছ পৌরসভার আহবায়ক মেহেদী ফয়সাল ফরিদ, তারাগাঞ্জ সদস্য সচিব আক্তারুজ্জামান শুভ, গঙ্গাচড়া উপজেলার আহবায়ক আক্তারুজ্জামান তিতাস, সদস্য সচিব আব্দুল্লাহ আল কাফিসহ রংপুর জেলা ছাত্রদলের আওতাধীন আট উপজেলা, তিন পৌরসভাসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা ছাত্রদল ও বিভিন্ন উপজেলা এবং ইউনিয়ন, ওয়ার্ড ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা সকলেই জেলা ছাত্রদলকে সু-সংগঠিত করতে ঐক্যবদ্ধ কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অন্য দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব আবতাবুজ্জামান সুজনের নেতৃত্বে দুপুরে গ্র্যান্ড হোটেল মোড় থেকে একটি র্যালী বের হয়। সেখানেও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্তিত ছিলেন।
এদিকে দুপুর সাড়ে তিনটায় রংপুর মহানগর ছাত্রদলের সদস্য সচিব আল ইমরান সুজন ও সদস্য সচিব রবিউল ইসলাম রবি’র নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয় যাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে গ্র্যান্ড হোটেল মোড় বিএনপি কার্যালয় এসে শেষ হয়।
কেকে/এআর