ফেঞ্চুগঞ্জ মোহাম্মদীয়া কামিল মাদরাসার বর্ধিত নবনির্মিত চারতলা বিশিষ্ট নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারী) সকাল ১১টায় নতুন ভবনের হলরুমে এই শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শুরুতেই ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা খুলে নতুন ক্যাম্পাসের শুভ উদ্বোধন করেন।
এ উপলক্ষে আয়োজিত শুভ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দীন আতহার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ সরকারি কলেজের সদ্য অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দ নুরুজ্জামান, সাবেক অধ্যক্ষ রবীন্দ্র কুমার নাথ, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী আবুল কাসেম জবুল ও হাফেজ তরিকুল ইসলাম তোফা।
মাদরাসা ছাত্র সংসদের জিএস সৈয়দ মোস্তফাজামান রাফি ও এজিএস সাহেদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল ওয়াহাব।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী হাজী জুনাব আলী, শিক্ষানুরাগী আব্দুল কাদির খান, শিক্ষক মাওলানা মাহবুব আহমদ খান, শিক্ষক মাওলানা খায়রুল ইসলাম চৌধুরী, ফেঞ্চুগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ দেলওয়ার হোসেন পাপ্পু, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ জুয়েল, মোহাম্মদীয়া হিফজুল কুরআন মাদরাসার অধ্যক্ষ হাফেজ আবু সায়্যিদ সেলিম, মাওলানা নূরী ও কুরেশ আহমদ প্রমুখ।
কেকে/এআর