জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিষ্ঠিত ‘কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুল'-এ পাঠ্য পুস্তক বিতরণী অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
নতুন বছরের প্রথম দিনে (০১ জানুয়ারি) বুধবার সকালে এই অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুলের শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জাহাঙ্গীর আলম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ফুলের মতো ছোট্ট সোনামণিরা, বছরের প্রথম দিনই তোমাদের মাঝে এসে নতুন পাঠ্য পুস্তক তুলে দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমি আশা করি লেখা-পড়া করে তোমরা জীবনে অনেক বড় হবে। তবে তোমাদের লেখা-পড়ার পরিবেশ যেন আরও সুন্দর ও আকর্ষণীয় হয় সেই দিকে আমাদের নজর রয়েছে। আমরা তোমাদের খুব দ্রুত সময়ের মধ্যেই পাঁচতলা বিশিষ্ট নবনির্মিত ভবনে নিয়ে যাব ইনশাল্লাহ।'
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য-সচিব ও বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। স্বাগত বক্তব্য দেন কবি নজরুল বিশ্ববিদ্যালয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছা. লুপা খাতুন এবং সঞ্চালনা করেন স্কুলের সহকারী শিক্ষক মোছা. সাবিনা ইয়াসমিন।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজের জন্য নবনির্মিত পাঁচতলা বিশিষ্ট ভবন সরেজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে মাননীয় উপাচার্য আগামী জুন মাসের মধ্যেই ভবনটির সকল কাজ সম্পন্ন করতে ঠিকাদার প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীদের নির্দেশ প্রদান করেন।
আগামী জুন মাসেই বিশ্ববিদ্যালয়ের স্কুলের সকল কার্যক্রম নবনির্মিত ভবনে নিয়ে আসার ঘোষণা দেন মাননীয় উপাচার্য। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স), পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, প্রকৌশল দপ্তরের উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম, প্রকল্প পরিচালক প্রকৌশলী জোবায়ের হোসেনসহ কর্মকর্তাবৃন্দ ও উপাচার্যের একান্ত সচিব মো. আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
কেকে/এআর