জৈন্তাপুর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (০১ জানুয়ারী) সকালে নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জৈন্তাপুর উপজেলার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম খান। বিশেষ অতিথি ছিলেন সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান, নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিজপাট ইউপি'র প্যানেল চেয়ারম্যান মনসুর আহমদ, ইউপি সদস্য সেলিম আহমদ, ইউনিয়ন পরিষদ সচিব কামরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিজপাট ইউনিয়ন শাখার আমীর নাজিম উদ্দিন সহ এলাকার গন্যমান্য ব্যক্তিগণ।
উদ্বোধন উপলক্ষে নিজপাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ডিবির হাওর ও ফুলবাড়ি গ্রামের ৬৫১জন ভোটারের মধ্যে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে নিজপাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইন্তাজ আলীর নিকট অতিথি বৃন্দ স্মার্ট জাতীয় পরিচয়পত্র তুলে দেওয়ার মাধ্যমে জৈন্তাপুর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
কেকে/এআর