চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ২০ জন রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।
০১ জানুয়ারী (বুধবার) দুপুর ১টার দিকে উপজেলার পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া বীচ থেকে তাদের ধরে সেনাবাহিনীকে তুলে দেয় স্থানীয়রা।
স্থানীয়রা জানান, দুপুরে পারকি সমুদ্র সৈকতের পরুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
সেনাবাহিনী জানায়, দুপুর ২০জন রোহিঙ্গা নারী-পুরুষকে ধরে আমাদের কাছে হস্তান্তর করে স্থানীয়রা। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
এবিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, রোহিঙ্গাদের থানায় হস্তান্তর করার কথা রয়েছে তবে এখনো আনা হয়নি।
উল্লেখ্য যে, গত মাসে ভাসানচর থেকে পালিয়ে যাওয়া পথে আনোয়ারার পারকি সমুদ্র সৈকত এলাকা থেকে ২৫জন রোহিঙ্গাকে আটক করে কোস্টগার্ডকে দেয় স্থানীয়রা।
কেকে/এআর