জুলাই-আগস্ট বিপ্লবের চিহ্নিত সন্ত্রাসীদের আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের দাবিতে আমরণ অনশনে ঢাবির ৩ শিক্ষার্থীসহ মোট ৫ জন।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান জিম এই আমরণ অনশন কর্মসূচি শুরু করে। পরে তার সাথে আইন বিভাগের আরো দুই শিক্ষার্থী, সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থী এবং একজন মাদ্রাসার শিক্ষক যুক্ত হন।
অনশনে বসা শিক্ষার্থীরা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী আশিকুর রহমান জীম, মো রেদোয়ানুল ইসলাম, রেজোয়ান আহমেদ রিফাত, শহিদ সোহরাওয়ার্দী কলেজের অর্থনীতি বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী হোসাইন। এছাড়া মুন্সীগঞ্জ থেকে ঢাকায় ডাক্তার দেখাতে আসা মাদ্রসার শিক্ষক মো. তাকি উদ্দিনও শিক্ষার্থীদের সাথে যুক্ত হয়।
অনশনে বসা শিক্ষার্থীদের দাবি জুলাই-আগস্ট বিপ্লবে যারা ছাত্র-জনতার উপর হামলায় অংশ নিয়েছে তাদেরকে আগামী এক সপ্তাহের মধ্যে গ্রেফতার করতে হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দাবি পূরণের আশ্বাস দেওয়া পর্যন্ত চলমান থাকবে এই আমরণ অনশন কর্মসূচি।
আইন বিভাগের শিক্ষার্থী আশিকুর রহমান জীম বলেন, জুলাই বিপ্লবে ১৬শ এর উপরে শহিদ এবং ৩৩ হাজার মানুষ আহত হয়েছে। অসংখ্য আহত মানুষ এখনো হাসপাতালে কাতরাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর ৮১ দিন অতিক্রম হলেও হামলায় জড়িত সন্ত্রাসীরা এখনো প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সন্ত্রাসীদের এক সপ্তাহের মধ্যে গ্রেফতারের আশ্বাস না দেওয়া পর্যন্ত আমাদের এই অনশন চলমান থাকবে।
কেকে/এজে