রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে আটক বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি আজ বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে অনুষ্ঠিত হবে।
গত ২৫ অক্টোবর চট্টগ্রামে বাংলাদেশের জাতীয় পতাকার ওপর গেরুয়া পতাকা উত্তোলনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়। পরে ২৭ নভেম্বর ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে।
চিন্ময় দাসের মুক্তির জন্য ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কলকাতা শাখা বিশেষ প্রার্থনার আয়োজন করেছে। ইসকনের পণ্ডিত ও সাধারণ ভক্তরা এতে অংশ নেবেন। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ইসকন ভক্ত সৈকত জৈন বলেছেন, পণ্ডিত ও ভক্তরা চিন্ময় দাসের জন্য বিশেষ প্রার্থনা করবেন। বাংলাদেশের মানবিকতাকে প্রাধান্য দেওয়া উচিত।
তবে ইসকনের বাংলাদেশ শাখা চিন্ময় দাসের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে। সংগঠনটি জানায়, তিনি আগেই বহিষ্কৃত হয়েছেন।
গ্রেফতারের পর থেকে চিন্ময় দাসকে ঘিরে উত্তেজনা চলছে। গত ২৮ নভেম্বর তার মামলার শুনানিকে কেন্দ্র করে আদালত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয়। অনুসারীদের হামলায় এক আইনজীবী নিহত হন।
ভারতের প্রভাবশালী রাজনীতিবিদরাও তার মুক্তির বিষয়ে মন্তব্য করেছেন। তবে বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি এখনও কড়া নজরে রাখা হচ্ছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেকে/এএম