বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন মহড়ায় প্রধান অতিথি হিসেবে যোগ দিতে আজ রাজবাড়ীর কালুখালীতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টারে করে রাজবাড়ীর মিলিটারি ট্রেনিং এরিয়ার চর খাপুড়ায় হেলিপ্যাডে অবতরণ করবেন ড. ইউনূস। এরপর তিনি সেনাবাহিনীর মহড়া দেখবেন এবং দুপুরের মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করবেন।
গতকাল বুধবার জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গণমাধ্যমকে এ তথ্য জানান। সেখানে তিনি সেনাবাহিনীর মহড়া প্রত্যক্ষ করবেন এবং দুপুরে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। মহড়া শেষে তিনি হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরে যাবেন।
মহড়ার জন্য প্রস্তুতিসভা ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার বিকালে হরিণবাড়িয়ার চর এলাকায় এ প্রস্তুতিসভা আয়োজিত হয়।
উল্লেখ্য, সেনাবাহিনীর শীতকালীন মহড়া দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর পাশাপাশি সামরিক কৌশলগুলোর অনুশীলনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
কেকে/এএম