শনিবার, ১৯ এপ্রিল ২০২৫,
৬ বৈশাখ ১৪৩২
বাংলা English

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫
শিরোনাম: ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির      রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তনে জনগণের অধিকার রক্ষা করবে: নাহিদ      হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন      পেঁয়াজে পুরনো সিন্ডিকেট      রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত      অনিয়মে নিমজ্জিত মেঘনা গ্রুপ      যুক্তরাষ্ট্রদোহী আন্দোলনে ভিসা বাতিল হওয়া অর্ধেকই ভারতীয় শিক্ষার্থী      
জাতীয়
আসিফ-হাসনাত-সারজিসের ফেসবুক আইডির কী হলো?
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১১:০৫ এএম  (ভিজিটর : ১৬৫)
আসিফ মাহমুদ-হাসনাত-সারজিস।

আসিফ মাহমুদ-হাসনাত-সারজিস।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক নেতার ফেসবুক আইডি হঠাৎই খুঁজে পাওয়া যাচ্ছে না। তাদের মধ্যে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম এবং ছাত্রনেতা সাইয়্যেদ আবদুল্লাহসহ আরও অনেকে রয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের আইডিগুলো অনুপস্থিত। অনেকে বলছেন, হ্যাকিংয়ের মাধ্যমে এসব আইডি ডিজেবল করা হয়েছে। Crack Platoon-Bangladesh Cyberforce নামের একটি পেজ দাবি করেছে, স্বাধীনতাবিরোধী প্রচারণায় জড়িত থাকার অভিযোগে এসব আইডি ডিজেবল করা হয়েছে।

তাদের একটি পোস্টে বলা হয়, স্বাধীনতাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার কারণে এসব আইডি ফেসবুক থেকে সরানো হয়েছে। বাংলার অনলাইনকে রাজাকারমুক্ত করার উদ্দেশ্যেই এই পদক্ষেপ।

অন্যদিকে, ঢাবি শিবিরের সেক্রেটারি এস এম ফরহাদ জানিয়েছেন, নিরাপত্তার স্বার্থে অনেক নেতাই নিজেদের আইডি ডি-অ্যাক্টিভেট করে রেখেছেন। তিনি বলেন, আমাদের আইডি ডিজেবল করার চেষ্টা চলছে। এ কারণে নিরাপত্তার কথা মাথায় রেখে হাসনাত, সারজিস, আসিফ মাহমুদসহ অনেকে আইডি ডি-অ্যাক্টিভেট করেছেন। হ্যাকিংয়ের শঙ্কা কেটে গেলে আমরা আইডি পুনরায় অ্যাক্টিভ করবো।

এ বিষয়ে সাইয়্যেদ আবদুল্লাহ গণমাধ্যমকে জানান, তার আইডি ডিজেবল করার চেষ্টা করা হলে তিনি সেটি সুরক্ষিত করার চেষ্টা করেন। তবে ফেসবুক পরবর্তীতে তার আইডি সাসপেন্ড করে দেয়।

এছাড়া Crack Platoon-Bangladesh Cyberforce জানিয়েছে, তাদের এই কার্যক্রম কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত নয়। বরং তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এবং স্বাধীনতাবিরোধী কার্যক্রমের বিরুদ্ধে কাজ করে।

তবে এ বিষয়ে আন্দোলনকারীদের দাবি ও সাইবার গ্রুপের বক্তব্যের মধ্যে বিরোধীতা থাকায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

কেকে/এএম


আরও সংবাদ   বিষয়:  ফেসবুক   ফেসবুক আইডি   আসিফ মাহমুদ   হাসনাত আব্দুল্লাহ   সারজিস আলম  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সাংবাদিকের হাত-পা ভাঙ্গার আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন
ফ্যাসিবাদীদের বিদায় হয়েছে, ফ্যাসিবাদ এখনো যায়নি: জামায়াত আমির
সিমেবি'র ভিসিকে বেতনবঞ্চিতদের ৪৮ ঘন্টার আল্টিমেটাম
রেলের ধাক্কায় রাউজানে আহত দন্ত চিকিৎসকের মৃত্যু
গজারিয়ায় শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বাধিক পঠিত

প্রভাবশালীরা গিলে খাচ্ছেন হাওরের জমি, হুমকির মুখে জীববৈচিত্র্য
ফতুল্লায় যুবককে গুলি করে হত্যায় প্রধান আসামী বাবু গ্রেফতার
স্কুলে শিক্ষক থাকলেও, শিক্ষার্থী কেবল কাগজে-কলমে
বিএনপি নেতাকে হাতুড়িপেটা করার অভিযোগ জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে
টঙ্গীতে দুই শিশুকে জবাই করে হত্যা

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝
close