নুসরাত ইমরোজ তিশার প্রযোজিত রাজনৈতিক স্যাটায়ার ‘৮৪০’ সিনেমাটি ৩ জানুয়ারি থেকে দেশের তিনটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হতে যাচ্ছে। চ্যানেল আই, দীপ্ত টিভি এবং আরটিভিতে একসঙ্গে সিনেমাটি দেখানো হবে, যা ১০ জানুয়ারি পর্যন্ত চলবে। সিনেমাটি দেশের সিনেমা হলগুলোতেও চলছে।
বুধবার (১ জানুয়ারি) চ্যানেল আই প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সিনেমার প্রযোজক-অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা এই তথ্য জানান। প্রথমবারের মতো সিনেমার প্রযোজক হিসেবে আসা তিশা বলেন, আমরা সিনেমাটি খুব চেষ্টা করছি যাতে মানুষের কাছে পৌঁছায়। ব্যবসা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না।
তিশা আরও বলেন, এটি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো এমন একটি সিনেমা মুক্তি পেতে চলেছে যা একদিনে সিনেমা হলের পাশাপাশি তিনটি টিভি চ্যানেলে প্রচারিত হবে। দর্শকদের চাহিদার কথা বিবেচনা করে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।
সিনেমার প্রচারে অভিনেত্রী হুমকির মুখেও পড়েছেন বলে জানান। তিনি বলেন, এ সিনেমার মুক্তির পর নানা জায়গা থেকে হুমকি পেয়েছি, এমনকি আমার ফোন নম্বরও ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে, আমি বলবো, সিনেমাটি দর্শক পছন্দ করছে—এটাই আমার জন্য বড় বিষয়।
এ সংবাদ সম্মেলনে অভিনেতা নাসির উদ্দিন খান, মিলন শেখ, আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান, দীপ্ত টিভির সিইও তাসনুভা আহমেদ টিনা এবং চ্যানেল আইয়ের পরিচালক জহির উদ্দিন মাহমুদ মামুনও উপস্থিত ছিলেন।
কেকে/এএম