বেশ কয়েকদিন ধরেই দুর্দান্ত ফর্মে নেই নাজমুল হোসেন শান্ত, বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে। ইনজুরির কারণে সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও খেলতে পারেননি তিনি। এখন জানা গেছে, শান্ত আর টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করতে চান না। গত অক্টোবরে তিনি জানিয়েছিলেন, তিনি আর কোনো ফরম্যাটে অধিনায়কত্ব করতে চান না। তবে তখন বিসিবি তাকে অধিনায়কত্ব থেকে সরাতে চায়নি।
বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে, শান্ত চূড়ান্তভাবে জানিয়েছেন তিনি আর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দিতে আগ্রহী নন। তবে তিনি টেস্ট এবং ওয়ানডে অধিনায়কত্ব চালিয়ে যেতে চান, এবং বিসিবি তার এই ইচ্ছায় সম্মতি জানিয়েছে।
গেল বছর ৬ মার্চ শ্রীলঙ্কার বিপক্ষে শান্ত সর্বশেষ ফিফটি করেছিলেন। এরপর ১৯ ইনিংসে তিনি আর ফিফটি করতে পারেননি এবং তার ইনিংসগুলোও ছিল অপ্রতুল। এমন বাজে ফর্মের কারণেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।
অন্য দুই ফরম্যাটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কোনো পরিকল্পনা তার নেই। এদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটে নতুন অধিনায়ক হিসেবে লিটন দাসের নাম শোনা যাচ্ছে। তিনি সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে অধিনায়ক হিসেবে নিজের সক্ষমতা প্রমাণ করেছেন। লিটন জানিয়েছেন, তিনি বড় সময়ের জন্য অধিনায়কত্ব করতে প্রস্তুত।
কেকে/এএম