চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. সাইফুল ইসলামের আদালত এই আদেশ দেন।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সহকারী পিপি মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, জামিন আবেদন শুনানি শেষে আদালত নামঞ্জুর করেছে।
চিন্ময়কে আদালতে হাজির করা হয়নি এবং তার ভার্চুয়াল হাজিরায় জামিন শুনানি হয়েছে। জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষ আপত্তি জানিয়ে বলেছে, এটি রাষ্ট্রদ্রোহ মামলা, এবং এর সর্বোচ্চ সাজা যাবজ্জীবন।
চিন্ময়ের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য জানিয়েছেন, তারা উচ্চ আদালতে আবেদন করবেন।
গত ৩১ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়। ২৬ নভেম্বর আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। ২ জানুয়ারি জামিন শুনানির জন্য নতুন দিন ধার্য ছিল।
এ সময়, আদালত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয় এবং সুপ্রিম কোর্টের ১১ আইনজীবীর একটি দল শুনানিতে অংশ নিতে উপস্থিত হয়।
কেকে/এএম