হবিগঞ্জের বাহুবল বাজারে সরকারি ঘর থেকে অবৈধ দখল উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করে। মহিলা কর্ণার হিসেবে বরাদ্দকৃত তিনটি সরকারি ঘর লিজ নিয়ে মুদির দোকান চালানোর কারণে লীজের শর্ত ভঙ্গ করেন ব্যবসায়ীরা। তারা বারবার তাগিদ দেওয়ার পরও ঘর ছাড়তে রাজি না হওয়ায় এই অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী। এ সময় সহযোগিতা করেন উপজেলা প্রকৌশলী মো. মফিজুর রহমান এবং বাহুবল মডেল থানার এসআই আবু রায়হানের নেতৃত্বে একদল পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবরাজ চৌধুরী জানান, দখল উচ্ছেদের পর সরকারি মহিলা কর্ণারটি সিলগালা করে দেওয়া হবে।
কেকে/এএম