বুধবার, ৮ জানুয়ারি ২০২৫,
২৫ পৌষ ১৪৩১
বাংলা English

বুধবার, ৮ জানুয়ারি ২০২৫
শিরোনাম: গ্যাস সংকটের মধ্যে দাম বাড়ানোর তোড়জোড়      রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা ছাড়লেন খালেদা জিয়া      শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল      ৪৪০১ কোটি টাকার ১০ প্রকল্প একনেকে উঠছে কাল      ‘রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন’      দীর্ঘ ৭ বছর পর মায়ের সঙ্গে দেখা হবে তারেক রহমানের      ঢাকার টানা চার হার, রংপুরের পাঁচে পাঁচ      
গ্রামবাংলা
স্কুলের এলইডি স্ক্রিনে ভেসে উঠলো ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’
এ,আর,ডাবলু জীবননগর (চুয়াডাঙ্গা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ১:২৬ পিএম আপডেট: ০২.০১.২০২৫ ২:৩৩ পিএম  (ভিজিটর : ৯৫)
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ১৫নং আন্দুলবাড়িয়া বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এলইডি স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রুপে ফিরবে’ লেখা প্রদর্শিত হওয়ায় এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই ঘটনা ঘটে এবং ২ জানুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি।

তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির আহ্বায়ক হলেন জীবননগর উপজেলা কৃষি কর্মকর্তা আলমগীর হোসেন। অন্যান্য সদস্যরা হলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ফিরোজুল ইসলাম এবং আইসিটি অধিদপ্তরের জীবননগর উপজেলার সহকারী প্রোগ্রামার মাহমুদুর রহমান।

এলাকা সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে স্কুলের ডিজিটাল সাইনবোর্ডের স্ক্রলিংয়ে রাজনৈতিকভাবে উত্তেজনাপূর্ণ এই লেখা দেখা যায়, যা স্থানীয় রাজনৈতিক নেতা-কর্মী ও ছাত্র-জনতা মধ্যে উত্তেজনা সৃষ্টি করে। বিএনপি-জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা বিষয়টি লক্ষ্য করে দ্রুত প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এলাকা উত্তেজিত হওয়ার পর পুলিশ প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার আল আমিন, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মামুন হোসেন বিশ্বাসসহ প্রশাসনিক কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, ২০১৬ সালে একটি কোম্পানি বিদ্যালয়ের মূল ফটকে ডিজিটাল সাইনবোর্ড স্থাপন করে, যেখানে সাধারণত শিক্ষামূলক বাণী প্রদর্শিত হতো। বুধবার সন্ধ্যায় হঠাৎ করে স্ক্রিনে এই লেখা প্রদর্শিত হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে এবং সাইনবোর্ডের বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, এখন স্ক্রিনটি পরীক্ষা-নিরীক্ষা করা হবে এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞরা বিষয়টির তদন্ত করবেন।

জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু জানান, তারা ঘটনাস্থলে পৌঁছে তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, এটি রাজনৈতিকভাবে উস্কানিমূলক একটি প্রচেষ্টা। জামায়াত-বিএনপির নেতা-কর্মীরা দাবি করেছেন, প্রশাসন দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করুক, কারণ তাদের মতে এটি একটি সুপরিকল্পিত অপতৎপরতা।

তদন্ত কমিটির আহ্বায়ক আলমগীর হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হ্যাকড হয়ে থাকতে পারে, তবে তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানার চেষ্টা চলছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এবং রিপোর্ট পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, সাইনবোর্ডটি ইন্টারনেটের মাধ্যমে অ্যাপস দ্বারা পরিচালিত হয়। তিনি আরও জানান, এটি সম্ভবত কোনো ব্যক্তি অ্যাপসের পাসওয়ার্ড হ্যাক করে এই উস্কানিমূলক লেখা বসিয়েছে।

এদিকে, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন জানিয়েছেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেছে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা সচেষ্ট রয়েছেন। তিনি জানিয়েছেন, তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/এএম

মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ফেনীতে একটি দেশীয় রিভলবার উদ্ধার করেছে যৌথবাহিনী
লামায় ২টি অবৈধ ইটভাটাকে ৪লক্ষ টাকা জরিমানা
গ্যাস সংকটের মধ্যে দাম বাড়ানোর তোড়জোড়
সুদের টাকা নিয়ে দ্বন্দ্ব কুপিয়ে ব্যবসায়ীকে হত্যা
১০০ টাকা মোবাইল রিচার্জে করই ৫৬ টাকা

সর্বাধিক পঠিত

শাবিপ্রবির পিএমই অ্যাসোসিয়েশনের ভিপি শাফিন, জিএস মেহেদি
খালেদা জিয়ার সুস্থতা কামনায় জাবিতে ছাত্রদলের দোয়া মাহফিল
পবিপ্রবিতে বিজয়-২৪ হলে কৃষিগুচ্ছে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবাগত সংবর্ধনা
ফেরানোর চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
গঙ্গাচড়ায় গাঁজাসহ আটক ১

গ্রামবাংলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝