বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সোমবার (৬ জানুয়ারি) লন্ডন যাচ্ছেন চিকিৎসার জন্য। এদিন সকাল ১১টায় একটি বিশেষায়িত বিমানে তাকে লন্ডন নিয়ে যাওয়া হবে। তার সঙ্গে চিকিৎসক, নার্স, ব্যক্তিগত সহকারীসহ ১৫ সদস্যের একটি সফরসঙ্গী টিম থাকবে।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া আধুনিক চিকিৎসা সুবিধাযুক্ত এয়ার অ্যাম্বুলেন্সে যাত্রা করবেন। তার সঙ্গে চিকিৎসক দল, পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তা উপস্থিত থাকবেন। প্রথমে খালেদা জিয়া লন্ডনে তার ছেলে তারেক রহমানের কাছে যাবেন এবং কিছুদিন থাকার পর যুক্তরাষ্ট্রে লিভার জটিলতার চিকিৎসার জন্য যাবেন।
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে বিশ্বখ্যাত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় হাসপাতালে তার চিকিৎসার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ভিসাও গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে খালেদা জিয়া লন্ডন গিয়েছিলেন চিকিৎসার জন্য এবং পরে অক্টোবর মাসে দেশে ফিরেছিলেন।
কেকে/এএম