ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার পুলিশ প্রধান মাহমুদ সালেহ নিহত হয়েছেন। তার সঙ্গে প্রাণ হারিয়েছেন পুলিশের উপপ্রধানও।
আলজাজিরার প্রতিবেদনে জানা যায়, ২ জানুয়ারি মধ্যরাতে ইসরায়েলি যুদ্ধবিমান গাজার খান ইউনিসের আল-মাওয়াসির এলাকায় হামলা চালায়। সেখানে একটি তাঁবুতে ছিলেন মাহমুদ সালেহ। হামলায় তার সাথে আরও অন্তত ১১ জন নিহত হয়েছেন, যার মধ্যে নারী ও শিশুও রয়েছে।
এ ঘটনার পর গাজার স্বাস্থ্যকর্মীরা হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে হামাস এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া যুদ্ধে গাজায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং ১ লাখ ৫ হাজারের বেশি আহত হয়েছেন।
গাজার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ার ফলে সেখানে জাতিসংঘের পাঠানো ত্রাণও লুটপাটের শিকার হচ্ছে। ইসরায়েল হামাসের যোদ্ধাদের লক্ষ্য করলেও, পুলিশের মতো সুরক্ষা বাহিনীকেও তারা লক্ষ্যবস্তু করছে, যা গাজার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
কেকে/এএম