দেশপ্রেম নিয়ে জামায়াতের বক্তব্য হাস্যকর বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে- একটি সেনাবাহিনী, আরেকটি বিএনপি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সিলেটে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে যুব এশিয়া কাপ বিজয়ী ক্রিকেটার ইকবাল হোসেন ইমনের পরিবারকে শুভেচ্ছা উপহার প্রদানকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, শুধু জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার করলে হবে না, হাসিনা সরকারের সকল অপরাধের বিচার করতে হবে।
এছাড়াও, তিনি প্রশংসা করেন পাঠ্যবইয়ে সংস্কারের উদ্যোগের জন্য। তবে তার মতে, পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ইতিহাসের অধ্যায় থাকা উচিত।
উল্লেখ্য, সোমবার (২৩ ডিসেম্বর) রংপুরের পাগলাপীরে জামায়াতের পথসভায় দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশে পরীক্ষিত দুটি দেশপ্রেমিক শক্তি আছে, এর একটা সেনাবাহিনী আরেকটা জামায়াতে ইসলামী। আওয়ামী লীগ বাংলাদেশকে ভারতের কাছে ইজারা দিয়েছিল। ক্ষমতার জন্য ষড়যন্ত্র করে প্রাণ কেড়ে নিয়েছে বিডিআরের।