ঈশ্বরদীতে আবারও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড
শমিত জামান, ঈশ্বরদী (পাবনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৩:১৭ পিএম আপডেট: ০২.০১.২০২৫ ৩:২২ পিএম (ভিজিটর : ৬৪)
ছবি: প্রতিনিধি
চলতি শীত মৌসুমে তৃতীয়বারের মতো এবং নতুন বছরের প্রথম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ঈশ্বরদীতে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৯টায় ঈশ্বরদীতে সর্বনিম্ন ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এটি এ বছরের প্রথম এবং শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা।
গত বছর ১৩ ডিসেম্বর ঈশ্বরদীতে সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ নভেম্বর ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, গত কয়েকদিন ধরে তাপমাত্রা ১০ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। তবে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য বৃদ্ধি পাচ্ছে।
কেকে/এএম