চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে ছেংগারচর থানা রোড থেকে র্যালিটি বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হাইস্কুল মাঠে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিনিয়র নেতৃবৃন্দ।
চাঁদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মুক্তিযোদ্ধা নুরুল হুদার পুত্র তানভীর হুদার নির্দেশনায় এ কর্মসূচি আয়োজন করে ছাত্রদল নেতৃবৃন্দ। এ কার্যক্রম বাস্তবায়নে উপজেলা বিএনপি, যুবদল, শ্রমিকদল ও অন্যান্য অঙ্গসংগঠন সক্রিয় ভূমিকা পালন করে। আয়োজকদের দাবি, শোভাযাত্রা ও আনন্দ র্যালিতে প্রায় দশ সহস্রাধিক নেতা-কর্মী অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল মান্নান লস্কর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সারোয়ার মজুমদার, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন খান, পৌর বিএনপির নেতৃবৃন্দ, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা।
বক্তারা বলেন, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্রদল প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলন ও জাতীয় ইস্যুতে তাদের অবদান উল্লেখযোগ্য। বর্তমান প্রজন্মের ছাত্রদল নেতাদের উদ্দেশ্যে বক্তারা বলেন, দেশের ভবিষ্যৎ নেতৃত্বে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপস্থিত নেতৃবৃন্দ ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যৎ আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় থাকার আহ্বান জানান।
কেকে/এএম