ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের বড় পানাডুবি গ্রামে জমিজমা নিয়ে বিরোধের জেরে বসতঘরে অগ্নিসংযোগ করে সর্বস্ব পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে আনুমানিক ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গ্রামের আইয়ুব আলী শেখের সঙ্গে প্রতিপক্ষ বাহা উদ্দিন, বাদল শেখ, এবং বিপুল মাতুব্বর গংদের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলছিল। গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) জমি দখল নিয়ে সংঘর্ষে দুই পক্ষের অন্তত পাঁচজন গুরুতর আহত হন।
ভুক্তভোগী আইয়ুব আলী শেখ অভিযোগ করেন, সংঘর্ষের পর প্রতিপক্ষের লোকজন বুধবার গভীর রাতে তাদের বসতঘরে অগ্নিসংযোগ করে। এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র, খাদ্যশস্যসহ সমস্ত মালামাল পুড়ে যায়। সরেজমিনে দেখা গেছে, ঘরের পোড়া অংশ থেকে তখনও ধোঁয়া বের হচ্ছিল।
গৃহবধূ নিপা বেগম বলেন, আগুন লাগার সময় আমরা শিশু সন্তানদের নিয়ে কোনোরকমে জীবন নিয়ে পালিয়ে আসি। এখন প্রচণ্ড শীতের মধ্যে অন্যের একটি পরিত্যক্ত ঘরে আশ্রয় নিয়েছি। আমাদের সব শেষ হয়ে গেছে। আমরা এর ন্যায়বিচার চাই। ঘটনার পর আইয়ুব আলী শেখ এবং নিপা বেগম পৃথক দুটি অভিযোগ দায়ের করেছেন।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোকসেদুর রহমান জানান, জমি নিয়ে সংঘর্ষ এবং বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কেকে/এএম