প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৫:০৯ পিএম (ভিজিটর : ৭১)
ফাইল ছবি
তাসকিন আহমেদের আগুনঝরা বোলিংয়ের পর ব্যাট হাতে ঝড় তুললেন এনামুল হক বিজয় ও রায়ান বার্ল। তাতে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারে চলতি বিপিএলে প্রথম জয় তুলে নিলো দুর্বার রাজশাহী।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিপিএলের পঞ্চম ম্যাচে ১৭৫ রান তাড়া করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তু্লে নেয় রাজশাহী। ৪৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৭৩ রানে অপরাজিত থাকেন বিজয়। ৩৩ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৫ রানে অপরাজিত ছিলেন বার্ল।
এর আগে বল হাতে ১৯ রান খরচায় একাই ৭ উইকেট নিয়ে ঢাকাকে ১৭৪ রানে আটকে দিয়েছিলেন তাসকিন।