বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানী খাতে সবচেয়ে বেশী দুর্নীতি হয়েছে। ক্ষমতায় গেলে গত ১৫ বছরে হওয়া সকল চুক্তি রিভিও করবে বিএনপি।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গুলশানের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এ সময় দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিদ্যুৎ ও জ্বালানী খাতে দুর্নীতি শীর্ষক একটি প্রতিবেদন তুলে ধরেন।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ যে দেশকে ধ্বংস করে দিয়েছে, তা রাজনৈতিক তর্ক-বিতর্কের মধ্যে হারিয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এই প্রতিবেদনের তথ্য-উপাত্ত মিডিয়ার রিপোর্ট থেকেই নেয়া।
স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু দাবি করেন, আওয়ামী সরকার রূপপুর পারমানবিক বিদ্যুৎ খাত থেকে ৫০০ মিলিয়ন ডলার ও ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকা লুটপাট করেছে। এর পেছনে সামিটসহ পাঁচটি কোম্পানি জড়িত। পাশাপাশি দ্রুত এসব চুক্তি প্রকাশ করতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপির এই সিনিয়র নেতা।
কেকে/এইচএস