ইসমাইল হোসেন সোহাগ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত। যে মানুষটি এতদিন ছুটেছিলেন সংবাদের পেছনে, এখন তিনি নিজেই সংবাদ। তাঁর বসবাস মৃত্যুশয্যায়। মৃত্যুকে জয় করে তিনি বাঁচতে চান।
সবার মতই তিনিও খবরের সন্ধানে ছুটেছেন কলম-কাগজ, ক্যামেরা নিয়ে। প্রতিবেদন লিখে কত অসহায়-বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। কত মানুষের কান্নার কথা লিখেছেন তিনি নিজেও। কিন্তু জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি সেই ইসমাইল হোসেন সোহাগ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত।
মৃত্যুকে জয় করে বাঁচতে চান তিনি। একটু সহমর্মিতা-সহযোগিতা পেলে ইসমাইল হোসেন সোহাগ হয়তো বেঁচে যাবেন। আবারও তাঁর কলম-কাগজে লিখার শক্তি ফিরে পাবেন, আবারও মানুষের কল্যাণে কাজ করবেন এই তরুণ সাংবাদিক।
এরই মধ্যে স্থানীয় সাংবাদিক, বন্ধু-বান্ধব, আত্মীয় স্বজনের সহযোগিতা ও জায়গা-জমি বিক্রি করে তিনি প্রায় ২৫ লক্ষ টাকা ব্যায়ে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে চিকিৎসা নিয়েছেন।
চিকিৎসকরা বলছেন, সব সম্ভাবনা এখনো ফুরিয়ে যায়নি। তাঁর চিকিৎসার জন্য আরো কমপক্ষে ১৫ লাখ টাকা প্রয়োজন। তবে তিনি সুস্থ জীবন ফিরে পেতে পারেন।
এখন সমাজের বিত্তবানসহ সবাই এগিয়ে এলে বেঁচে যাবেন সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ। তাঁকে সহযোগিতা করার ঠিকানা বিকাশ (পার্সনাল): ০১৮৩২৩৬৮৬৫৬
ক্যান্সার আক্রান্ত সাংবাদিক ইসমাইল হোসেন সোহাগ জানান, সকলের দোয়া ও সহযোগিতায় এখনও আমি আপনাদের মাঝে বেঁচে আছি। সকলের সহযোগিতায় এ পর্যন্ত প্রায় ২৫ লক্ষ টাকা ব্যায়ে চিকিৎসা করতে সক্ষম হয়েছি। এমনকি আমার জায়গা-জমিও বিক্রি করে দিয়েছি। তিনি চিকিৎসার খরচ জোগাতে জোগাতে নিঃস্ব হয়ে গেছি। বর্তমানে ইন্ডিয়া চেন্নাই ভেল্লোর সিএমসি হাসপাতালের অধিনে চিকিৎসাধীন আছি।
সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও বলেন, আমাকে সবাই যে এত ভালোবাসে তা বুঝতে পেরেছি কঠিন মুহুর্তে। দোয়া করবেন যাতে মহান সৃষ্টিকর্তার অশেষ কৃপায় এবং আপনাদের সকলের দোয়া'র উচিলায় আবার নতুন ভাবে পরিপূর্ণ সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি।
কেকে/এআর