শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫,
৯ ফাল্গুন ১৪৩১
বাংলা English

শুক্রবার, ২১ ফেব্রুয়ারি ২০২৫
শিরোনাম: আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস       হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের      কর্মবিরতি স্থগিত, একুশে ফেব্রুয়ারি চলবে মেট্রোরেল      জামায়াত আমিরের স্বেচ্ছায় কারাবরণের ঘোষণা      অনিশ্চিয়তায় না রেখে দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল       দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার      হৃদয়ের বীরত্বগাথা সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ      
রাজনীতি
যুবদল নেতাকে হত্যায় ছাত্রশিবিরকে অভিযুক্ত, শিবিরের প্রতিবাদ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জানুয়ারি, ২০২৫, ৬:৩৮ পিএম  (ভিজিটর : ১২২)
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাথরঘাটায় যুবদল নেতাকে হত্যার ঘটনায় ছাত্রশিবিরকে অভিযুক্ত করা ও ছাত্রশিবিরের থানা সভাপতির ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে  নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কতিপয় সন্ত্রাসীদের হামলায় এক যুবদল কর্মী নিহত হওয়ার ঘটনায় উদ্দেশ্যমূলকভাবে ছাত্রশিবিরকে জড়ানো এবং গতকাল বুধবার (১ জানুয়ারি) ছাত্রশিবিরের উপজেলা শাখার সভাপতি হাফেজ মো: রাকিব হাসানের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ প্রতিবাদবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম বলেন, “আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, বরগুনার পাথরঘাটায় যুবদল নেতা হত্যার ঘটনায় একটি মহল উদ্দেশ্যমূলকভাবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। মিডিয়া ও স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্যমতে, যুবদল নেতার হত্যাকাণ্ডের সাথে জড়িতরা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী। এ ঘটনার সাথে ছাত্রশিবির বা তার নেতা-কর্মীদের দূরতম কোনো সম্পর্ক নেই। অথচ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে পরিকল্পিতভাবে ছাত্রশিবিরকে এ ঘটনায় জড়ানোর ষড়যন্ত্র করা হচ্ছে।

আমরা আরও উদ্বিগ্ন যে, এই মিথ্যা অভিযোগের জের ধরে একদল সন্ত্রাসী ছাত্রশিবির পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি হাফেজ মো: রাকিব হাসান ও তাঁর পরিবারের ওপর নির্মম হামলা চালিয়েছে। এটা দিবালোকের মতো স্পষ্ট যে, হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে রাকিব হাসানের ওপর হামলা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক ও কাপুরুষোচিত। হামলায় তিনি গুরুতর আহত হন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

"আমরা বিস্ময়ের সাথে লক্ষ করছি যে, বাংলাদেশের কিছু প্রসিদ্ধ সংবাদমাধ্যম সাংবাদিকতার নীতিকে বিসর্জন দিয়ে, কোনো প্রকার তথ্য যাচাই-বাছাই এবং সংশ্লিষ্টদের সাথে কথা বলা ছাড়াই সন্ত্রাসীরা ছাত্রশিবিরের ছত্রছায়ায় আছে বলে মিথ্যা ও পক্ষপাতমূলক সংবাদ প্রচার করছে।

এভাবে মিথ্যা অভিযোগের মাধ্যমে ছাত্রশিবিরকে হেয়প্রতিপন্ন করা এবং নেতাকর্মীদের ওপর হামলা চালানোর অপপ্রয়াস শুধু নিন্দনীয় নয় বরং এটি সমাজে বিশৃঙ্খলা ও সন্ত্রাসবাদের উস্কানি দেয়।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ছাত্রশিবির সবসময় গণতন্ত্র, শান্তি, এবং শিক্ষার পরিবেশ রক্ষায় কাজ করে আসছে। আমরা কোনো ধরনের হত্যা ও জুলুমের রাজনীতি সমর্থন করি না। এ ধরনের ষড়যন্ত্রমূলক প্রচারণা ও হামলার ঘটনা সংগঠনের চলমান কার্যক্রমকে বাধাগ্রস্ত করার একটি সুপরিকল্পিত অপচেষ্টা।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই, এ ধরনের ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না।

আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে উভয় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি ছাত্রশিবিরের নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

নেতৃবৃন্দ আহত সভাপতি হাফেজ মো: রাকিব হাসানের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন এবং এ ধরনের ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিকামী সকল নাগরিককে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

কেকে/এআর
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

আজ মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারীসহ গ্রেফতার ৪
শরীয়তপুরে ছাত্রদলের প্রাথমিক সদস্য ফরম বিতরণ কর্মসূচি
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
হার দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি শুরু বাংলাদেশের

সর্বাধিক পঠিত

দুই সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
অযত্ন অবহেলায় রৌমারীর প্রথম শহিদ মিনার
বিএনপির এক গ্রুপের মিছিলে অপর গ্রুপের হামলা, আহত ১০
কাপাসিয়ায় গ্রাম আদালত সক্রিয়করণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
রিসোর্টে অসামাজিক কার্যকলাপ বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2024 Kholakagoj
🔝